লক্ষ্মীপুর : অপহরণের পাঁচদিন পর লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাবেয়া আক্তার লিমাকে সোমবার বিকেলে নোয়াখালী জেলার মাইজদী বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের সঙ্গে জড়িত সন্দেহ সুমন হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। আটকৃত সুমন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চোহানী গ্রামের নুর নবীর ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর নুর জানান, অপহৃত স্কুল ছাত্রী রাবেয়া আক্তার লিমাকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার মাইজদী বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ সুমন নামে একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, বুধবার বিকেলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাবেয়া আক্তার লিমা স্কুলের কোচিং শেষ করে বাড়িতে যাওয়ার সময় রামকৃষ্ণপুর এলাকা পৌঁছলে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছিল।
এ ঘটনায় বৃহস্পতিবার চন্দ্রগঞ্জ থানায় স্কুল ছাত্রী লিমার চাচা মো. আবদুল কুদ্দুস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এছাড়া স্কুল ছাত্রী উদ্ধারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান