পঞ্চগড় : পৌর শহরের যত্রতত্র বাস-মিনিবাসের যাত্রী উঠানামা ও নসিমন, করিমন, থ্রি-হুইলার ও ব্যাটারি চালিত অটোরিক্সা প্রবেশের প্রতিবাদে লাগাতার ধর্মঘট পালন করছে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সোমবার সকাল ছয়টা থেকে শহরে রিক্সা ভ্যান চলাচল না করায় স্কুল-কলেজ, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানান কাজের সাধারণ মানুষেরা চরম বিপাকে পড়েছেন।
রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের দাবি, পঞ্চগড়-তেতুঁলিয়া রোডে মৌচাক হোটেলের সামনে ও টুনিরহাট রোডে বানিয়া পট্টিতে বাস মিনিবাস যাত্রী উঠানামা করছে। অথচ ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অটোরিক্সা, থ্রি-হুইলার, রৌশনাবাগ টুনিরহাট-হাড়িভাসা, জজকোর্ট তেতুঁলিয়া রোড, মিলগেট ফুলতলা রোড ও সিএন্ডবি, আটোয়ারী রোডে নির্দিষ্ট স্ট্যান্ডে অবস্থানের ব্যাপারে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত নজরদারির অভাবে হযবরল অবস্থায় চলাচল করায় যানজট, প্রতিনিয়ত দুর্ঘটনা ছাড়াও সাত হাজার রিক্সা ভ্যান শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে।
রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, ‘পৌর শহরের অধিকাংশ ভাঙ্গা ও সরু সড়কে চলাচলের সময় সাইড দেয়া-নেয়াকে কেন্দ্র করে বিপত্তি লেগে থাকে। প্রায়শ রিক্সা ভ্যানের স্পক কেটে যাওয়াসহ বিভিন্ন ক্রটি দেখা দেয়। এতে রিক্সা ভ্যান শ্রমিকদের বাড়তি খরচসহ সময় নষ্ট করতে হয়।’
এ ব্যাপারে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, শহরে যাত্রী উঠানামা না করার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি মোটর মালিক সমিতিকে অবহিত করা হয়েছে।
অটোরিক্সা, থ্রি-হুইলার শহরে চলাচল বন্ধসহ তাদের দাবির বিষয়ে মঙ্গলবার সভা আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।