
ঢাকা: সত্য কথা বললেই রাজাকার আর ফাঁসি ফাঁসি আওয়াজ উঠে উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, যাদের হাত ও ঠোঁট সেনা-বিডিআর, এতিম-ওলামা ও নিরপরাধ অগণিত শহীদের রক্তে রাঙা সেই খুনের রাণীরাই এখন খুনের অভিযোগ তুলছে।
সোমবার মওলানা ভাসানীর ওফাত দিবসে দুপুরে সন্তোষ দরবার হলে জাগপা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান বলেন, আমাদের আফসোস হয়, খান সেনাদের তত্ত্ববাবধানে পাকিস্তানের ভাতা ও রেশনে যুদ্ধকালীন ৯ মাস যারা ঢাকার ধানমন্ডিতে নিরাপদ দিন কাটিয়েছে তারাই এখন মুক্তিযুদ্ধের চেতনাওয়ালী।
তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস প্রতারণার, বিশ্বাসঘাতকতা, দেশ বিক্রি ও গুম-খুনের ইতিহাস। ওরা প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে দল ছাড়তে বাধ্য করেছে। গৃহবন্দি করেছে, জুলুম চালিয়েছে। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হককে পাগল বানিয়েছে।
তিনি আরো বলেন, স্বাধীনতা সংগ্রামের প্রধান সংগঠক, যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে স্বাধীন দেশের মন্ত্রিসভায় থাকতে দেয় নাই। এমনকি বাঁচতেও দেয় নাই।
জাগপার কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহসভাপতি মাস্টার এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, নগর জাগপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, সহসভাপতি আরিফ হোসেন ফিরোজ, যুব জাগপার সাইদুল ইসলাম সাগর, আরিফুল হক তুহিন, জাগপা ছাত্রলীগের সাব্বির আলম চৌধুরী রাজিব ও নাহিদ হাসান প্রমুখ।