বাংলার খবর২৪.কম: ক্রিস্টিয়ানো রোনালদো যা করেন তা-ই খবর! আর তা যদি হয় বিতর্কিত কিছু, তাহলে তো কথাই নেই। নতুন মৌসুম শুরু হতে-না-হতে আবারও বিতর্কে জড়ালেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা।
আসন্ন মৌসুম সামনে রেখে অনুশীলনে নেমেছেন বেল-রদ্রিগেজ-বেনজেমা-রোনালদোরা, যেখানে রোনালদোকে নিয়ে অন্য ঝড় শুরু হয় স্পেনের সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটা কী? অনুশীলন চলাকালীন সিআর৭ তার শর্টস এমনভাবে গুটিয়ে তোলেন যে মনে হতে থাকে তিনি অন্তর্বাস পরে প্র্যাকটিসে নেমেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রশ্ন উঠতে থাকে, অন্তর্বাস কোম্পানি খুলেছেন বলে কি প্র্যাকটিসে তার বিজ্ঞাপন শুরু করে দিয়েছেন রোনালদো?