ঢাকা : জরিমানা ও অভিযান চালিয়েও ভেজাল খাবার উৎপাদন বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
সোমবার সকাল ১১টার দিকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) মেট্রো বেকারস এ- মেট্রো ডেইরি ফার্মের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট দিয়ে প্রতিমাসেই ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাখলাখ টাকা জরিমানা করা হয়। তারপরও ভেজাল খাদ্য উৎপাদন বন্ধ করা সম্ভব হচ্ছে না।’
ডিএমপি কমিশনার বলেন, ‘নাগরিকরা এক প্যাকেট বিস্কুট কিনে খেতেও ভয় পায়। পা দিয়ে মাড়িয়ে আটা গুলিয়ে খাদ্য দ্রব্য তৈরি করা হয়। ওইসব কারখানায় সবসময় নোঙরা পরিবেশ থাকে।’
মেট্রো বেকারস এ- মেট্রো ডেইরি ফার্ম থেকে ডিএমপিতে কর্মরত ২৬ হাজার পুলিশ সদস্য পণ্য কিনতে পারবে। ভেজালমুক্ত শিশুখাদ্য তৈরির জন্যই এই ফার্ম তৈরি করা হয়েছে বলেও তিনি জানান।
বেনজীর আহমেদ বলেন, ‘প্রয়োজনে নগরবাসীর হাতেও এখান থেকে পণ্য সরবরাহ করা হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান