সোনারগাঁ : সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের জসিম উদ্দিনের ছেলে শিশু ইয়ামিনের (৫) মায়ের সঙ্গে নানীর বাড়ি যাওয়ার বায়না পূরণ হলো না।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস তার স্বপ্ন কেড়ে নিল।
জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর থেকে বন্দরের পিছ কামতাল এলাকায় নানীর বাড়ি যাওয়ার জন্য টেম্পুযোগে মা কোহিনুরের সঙ্গে সোমবার শিশু ইয়ামিন লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে আসে।
রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস শিশু ইয়ামিনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ইয়ামিনের মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে বাসটি আটক করে পুলিশ।
তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানা (ওসি) মাহবুব জানান, পুলিশ বাসটিকে উদ্ধারের পর ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।