খাগড়াছড়ি : খাগড়াছড়ি সেনানিবাসে বিজিবির বার্ষিক গ্রেনেড প্রশিক্ষণকালে রামগড় ১৬ বিজিবির দুই সদস্য নিহত ও চার সদস্য আহত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, মেজর রবিউল ইসলাম এবং গোলাবারুদ ও গ্রেনেড বিশেষজ্ঞ মেজর আমির হোসেন।
তদন্ত কমিটির প্রধান ও খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটির কর্মকর্তারা।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কেন্দ্রে প্রশিক্ষণ চলাকালে গ্রেনেড বিস্ফোরণে বিজিবির দুই সদস্য নিহত হন।
এ ঘটনায় আরও চার সদস্য আহত হন। নিহত দুই বিজিবি সদস্যের ময়না তদন্ত শেষে কর্মস্থল রামগড় ১৬ বিজিবি সেক্টরে নিয়ে জানাজা শেষে রাতেই নিজ নিজ গ্রামের বাড়িতে লাশ পৌঁছে দেয়া হয়।