
ফারুক আহম্মেদ সুজন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার মনির হোসেন হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে নারায়ণগঞ্জ ২নং অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজি আলম চৌধুরী এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্তার হোসেন, অহিদ ওরফে রনি ও আক্তার মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার হতে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই রাতে রূপগঞ্জ উপজেলার ভুলতায় মনির হোসেনের বাড়িতে ডাকাতিকালে তাদের চিনে ফেলায় মনির হোসেনকে হত্যা করেন ডাকাতরা।
ওই ঘটনার পরদিন ২৬ জুলাই মনির হোসেনের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।