ঢাকা : ৭৫ সালের প্রাথমিক বাকশাল যেমন বেশিদিন টিকেনি তেমনি বর্তমানের বর্ণচোরা সেকেন্ডারি বাকশাল বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
গতকাল যশোর জেলা বিএনপির সভাপতিসহ ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বক্তব্য দিয়ে সরকারি ষড়যন্ত্রের চিচিংফাঁক করে দিয়েছেন। অবৈধভাবে টিকে থাকার জন্য ক্ষমতাসীন সরকারকে ইমাম সাহেবদের উপর নির্ভর করতে হয়। কারণ জালিয়াতির করে কীভাবে প্রভুদের খুশি করতে হয় সেটি খুব ভালো করেই জানেন এইচ টি ইমাম সাহেবরা।
রিজভী বলেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্নীতি, গুপ্ত হত্যা, খুন গুম, বিচার বহির্ভূত হত্যা, মুক্তিপণ আদায়, ট্রাফিক জ্যাম, বিদ্যুৎ গ্যাসের সংকট ও পরিবেশ দূষণ জনগণকে উপহার দিয়েছে। তাই এই সরকারকে এনালগ আওয়ামী লীগিয় ডিজিটাল নয় বরং প্রকৃত ডিজিটাল পদ্ধতিতে উৎখাত করে বুঝিয়ে দিতে হবে আসলে ডিজিটাল পদ্ধতিটা কী?
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান