
চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন অগ্নিদগ্ধ হয়েছে এবং পুড়ে গেছে একই বাড়ির ১৩টি ঘর।
সোমবার দুপুরে চাঁদপুর উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর দাই বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অন্তত আরো পাঁচজন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বাড়ির মনির হোসেন মুন্সীর বসত ঘরে আগুন লাগে। বাড়িটি ঘনবসতিপূর্ণ হওয়ায় অতিদ্রুত পুরো বাড়িতে আগুন লেগে যায়। আর আগুন নিয়ন্ত্রণে আনতে পুড়ে যাওয়া বাড়ির আব্বাস অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় আরো চারজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই বাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নাজির জানান, ঘটনার সময় আমি বাড়ির পাশের জমিতে কাজ করছিলাম। হঠাৎ করে বাড়িতে আগুন দেখে দৌড়ে আসতে না আসতেই দেখি পুরো বাড়িতে আগুন জ্বলছে।
একই বাড়ির মনির হোসেন মুন্সীর পুত্রবধূ পারভিন জানান, আমি ঘরের মধ্যে বসে মাঠ কুটা অবস্থায় দেখি আমাদের ঘরের বিদ্যুতের মেইন সুইচে আগুন জ্বলছে। তা দেখে আমি বাবুকে নিয়ে ঘর থেকে বেড়িয়ে চিৎকার দেই।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আরশাদ জানান, ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লক্ষ টাকা হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় ওই বাড়ির প্রায় অর্ধশতাধিক লোকজন পথে বসার উপক্রম হয়েছে। ক্ষতিগ্রস্তরা যেন খোলা আকাশের নিচে থাকতে না হয় সেজন্য আমরা সহযোগিতা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে হতভম্ব হয়ে যাই। ত্রাণ ভান্ডার থেকে তাদের সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।