ঢাকা : প্রধানমন্ত্রীর বক্তব্য অসৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে তারেক রহমান ও কোকো রহমানকে উত্তম-মধ্যম দেয়ার কথা বলেন তখন আমাদের ভবিষ্যত প্রজন্ম কী শিখবে তা নিয়ে প্রশ্ন ওঠে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘রক্তে ভেজা শিশির’ গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
দুলু আরো বলেন, পাকিস্তানিরা যেমন শেখ মুজিবকে নিয়ে প্রোপাগান্ডা চালাতো। পরে তিনি অনেক বড় নেতা বনে গেছেন। ঠিক তেমনি বর্তমান সরকার তারেক রহমানকে নিয়ে যেই রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে তাতে তিনিও একদিন অনেক বড় নেতা হয়ে যাবেন।
তিনি নিজ জীবনের কারাবাসের চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘদিন জেল খাটতে খাটতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি। যখনই জেল থেকে বের হয়ে ভাবি একটি সুন্দর ও পরিষ্কার দেশ দেখব। কিন্তু তা হয় না।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিশিষ্ট নাট্যকার বাবুল আহাম্মেদ, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালে, ঢাকা মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো.রফিকুল ইসলাম প্রমুখ।