ইবি: অছাত্র, বহিরাগত ও সন্ত্রাসীর স্থান ছাত্রলীগে হবে না। বাংলাদেশে এ পর্যন্ত যা অর্জিত হয়েছে সব কিছুই ছাত্রলীগের অবদান বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইবি শাখা ছাত্রলীগের কাউন্সিল উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র প্রশিক্ষণের দায়ে বহিষ্কৃত ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলামকে দেখে উত্তেজিত হয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন।
সভায় বদিউজ্জামান সোহাগ বলেন, গণতন্ত্রের মানসকন্যা হাসিনার ছেলে জয়ের মেধায় বাংলাদেশ আরো আলোকিত হবে।
তিনি বলেন-‘বাঙালির স্বাধীকার আদায়ের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী একের পর এক অসংখ্য আন্দোলন করেছেন। অসংখ্য বাঙালি তরুণ রক্ত দিয়েছে। কিন্তু কেউ এই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দিতে পারে নাই। একমাত্র বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাঙালির স্বাধীকার আদায়ের জন্য ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাঙালি জাতির মাঝে স্বাধীনতার বীজ বপন করেন। ছাত্রলীগের উন্নয়নমূলক কর্মকা-েই ক্ষুধা-দারিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হয়েছে।
তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে কয়জনই হোক আমরা সবাইকে ছাত্র চাই। বর্তমান সরকার দেশের উচ্চ শিক্ষার জন্য নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। এছাড়া জগন্নাথ, কাজী নজরুল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে এই (ইবি) বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সকল ফাজিল, কামিল মাদ্রাসার নিয়ন্ত্রণ দিয়েছেন।
ইবি শাখা ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন খান এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন যুগ্ম আহব্বায়ক আবু জর গিফারী গাফফার।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপ অর্থ বিষয়ক সম্পাদক-সহ ইবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। f
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান