ঢাকা: গত ৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য বিকৃতভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এইচ টি ইমাম বলেন, খণ্ডিত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে হেয় করার চেষ্টা করা হয়েছে। আমার ওই বক্তব্যের মূল বিষয় ছিলো প্রশিক্ষণ, জ্ঞানার্জন এবং শিক্ষা।
আমি ছাত্রদের প্রয়োজনে রাত জেগে পড়া-লেখার পরামর্শ দিয়েছি। বলেছি মেধার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি মেধাবীরাই বিসিএসে সুযোগ পাবে।
আমি বলেছি ভাইভা কিভাবে দিতে হয়, কি নিয়ম কানুন মেনে চলতে হয় সে বিষয়ে আমরা তোমাদের সহযোগিতা করবো। কারণ আমরাও ভাইভা দিয়েছি।
এইচ টি ইমামের দাবি, বিএনপি-জামায়াতের মতো অভিপ্রায় থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীদের আমরা রাত জেগে পড়া-লেখার পরামর্শ দিতাম না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান