ফারুক আহম্মেদ সুজন : জাতীয় নির্বাচন ও সরকারি নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম নিজের দেয়া বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা প্রদান করবেন। আর তাই প্রধানমন্ত্রীর ‘নির্দেশে’ সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
তবে এ সংবাদ সম্মেলন না করে সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। দলটির পরামর্শ হল; শাক দিয়ে মাছ না ঢেকে পদত্যাগই শ্রেয়।
রোববার এইচ টি ইমাম বিবিসি বাংলাকে জানান, তার প্রতি প্রধানমন্ত্রীর আস্থা রয়েছে। আর এ প্রসঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘নির্দেশে’ সোমবারের সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য বিশদভাবে তুলে ধরবেন তিনি।
রোববার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন এইচ টি ইমাম।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভায় তিনি যা বলেছেন তার ‘অপব্যাখ্যা’ করা হচ্ছে। তার বক্তব্য নিয়ে কোনো কোনো মহল ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক আলোচনা সভায় এইচ টি ইমাম সরকারি চাকরী প্রার্থী ছাত্রলীগের নেতা-কর্মীদের বলেন, ‘লিখিত পরীক্ষায় ভালো করো, বাকীটা আমরা দেখব।’
ছাত্রলীগের প্রতি এইচ টি ইমামের দেয়া এই ‘আশ্বাস’ রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি করেছে।
তবে বিবিসিকে এইচ টি ইমাম বলেন, ছাত্রলীগের সদস্যদের প্রতি তার বক্তব্য ছিল মূলত উপদেশমূলক। পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে দুর্বলতা তিনি লক্ষ্য করেছেন, সেই পরিপ্রেক্ষিতেই তিনি কথা বলেছেন।
এইচ টি ইমাম জোর দিয়ে বলেন, তিনি এমন কিছু বলেননি যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় কিংবা সরকার বিব্রত হতে পারে।
এদিকে এ সংবাদ সম্মেলন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায়না। সত্য এক সময় প্রকাশিত হয়। এইচটি ইমাম সারা জীবন যে অপকর্ম করেছেন শেষ বয়সে এসে তার মুখ দিয়ে একটা সত্য প্রকাশ হয়ে একটা ভাল কাজ হয়েছে। এজন্য তাকে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ দিয়েছেন।
এইচ টি ইমামের প্রতি দুদুর পরামর্শ হলো , ‘সংবাদ সম্মেলন না করে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে যাওয়াই সরকারের জন্য ভাল হবে। এতে জাতি মুক্তি পায়।’