অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

টিপু সুলতানের গ্রেফতার চান মাহজাবীনের বাবা

ঢাকা : ময়নাতদন্ত শেষ। দাফনও সম্পন্ন। কিন্তু এখনো উদঘাটন হয়নি ডা. শামারুখ মাহজাবীনের মৃত্যু রহস্য।

গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর কেয়ারি তাজ অ্যাপার্টমেন্টের ডি-২ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ফ্ল্যাটের বাথরুম থেকে ডা. মাহজাবীনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সাবেক সংসদ সদস্যের পরিবারের সদস্যদের দাবি মাহজাবীন দরজা বন্ধ করে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কিন্তু মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বলছেন, ভিন্ন কথা। তিনি তার মেয়ে মাহজাবীনের মৃত্যুকে হত্যা বলে দাবি করেছেন। প্রকৌশলী নুরুল ইসলাম এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, মাহাজাবীন আত্মহত্যা করলে তার হাতে, মাথার পিছনে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আসলো কিভাবে?

তিনি দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে মাহজাবীনের বাবাকে ফোন করে স্বামীর বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন বলেও জানান প্রকৌশলী নুরুল ইসলাম।

তিনি আরো বলেন, ঘটনার দিন দুপুর ২ টা ৪০ মিনিটে খান টিপু সুলতান আমাকে ফোন করে বললেন বেয়াই একটু দ্রুত আসেন। একটা সমস্যা হয়েছে। দ্রুত আসার কারণ জানতে চাইলে তিনি কনার বাবাকে বলেছিলেন, আপনার মেয়ে (মাহজাবীন) অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়ে আছে। এ কথা বলে লাইন কেটে দেন খান টিপু সুলতান। তিনি (মাহজাবীনের বাবা) প্রশ্ন করে বলেন, ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে কনা বাথরুমে গিয়ে ফাঁস দিল কীভাবে?

তিনি আরো বলেন, মাহজাবীন এবার ৩৫ তম বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলো। এফসিপিএস ও বিসিএস পরীক্ষার প্রস্তুতিতেও কনাকে বাধা দিত সুলতানের পরিবার।

মাহজাবীনের বাবা আরো বলেন, যদি আমার মেয়ে আত্মহত্যাই করে থাকে তাহলে টিপু সুলতান কেন পরিবারের অন্য সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি টিপু সুলতানকে গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে মাহজাবীনের হত্যার সঠিক বিচারেরও দাবি জানান তিনি।

এদিকে ডা. মাহজাবীন হত্যা মামলায় তার (মাহজাবীন) স্বামী হুমায়ুন সুলতানকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

অন্যদিকে এ মামলার অন্যতম আসামি খান টিপু সুলতান ও স্ত্রী ডা. জেসমিন আরাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার খান টিপু সুলতানের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আনোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

নিহত মাহজাবীনের বাড়ি যশোর জেলা সদরের বিমানবন্দর সড়ক এলাকায়। নিহত মাহজাবীনের পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলাম। তার মা ডা. কাজী শাহানা পারভীন। তিনি প্রায় দুই বছর আগে মারা যান। দুই ভাই বোনের মধ্যে শামারুখ মাহজাবীন ছোট।

উল্লেখ্য, মাহজাবীনের অস্বাভাবিক মৃত্যুর পর তার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও তার ছেলে হুমায়ুন সুলতানকে (মা স্বামী) আসামি করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

টিপু সুলতানের গ্রেফতার চান মাহজাবীনের বাবা

আপডেট টাইম : ০৭:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০১৪

ঢাকা : ময়নাতদন্ত শেষ। দাফনও সম্পন্ন। কিন্তু এখনো উদঘাটন হয়নি ডা. শামারুখ মাহজাবীনের মৃত্যু রহস্য।

গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর কেয়ারি তাজ অ্যাপার্টমেন্টের ডি-২ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ফ্ল্যাটের বাথরুম থেকে ডা. মাহজাবীনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সাবেক সংসদ সদস্যের পরিবারের সদস্যদের দাবি মাহজাবীন দরজা বন্ধ করে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কিন্তু মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বলছেন, ভিন্ন কথা। তিনি তার মেয়ে মাহজাবীনের মৃত্যুকে হত্যা বলে দাবি করেছেন। প্রকৌশলী নুরুল ইসলাম এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, মাহাজাবীন আত্মহত্যা করলে তার হাতে, মাথার পিছনে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আসলো কিভাবে?

তিনি দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে মাহজাবীনের বাবাকে ফোন করে স্বামীর বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন বলেও জানান প্রকৌশলী নুরুল ইসলাম।

তিনি আরো বলেন, ঘটনার দিন দুপুর ২ টা ৪০ মিনিটে খান টিপু সুলতান আমাকে ফোন করে বললেন বেয়াই একটু দ্রুত আসেন। একটা সমস্যা হয়েছে। দ্রুত আসার কারণ জানতে চাইলে তিনি কনার বাবাকে বলেছিলেন, আপনার মেয়ে (মাহজাবীন) অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়ে আছে। এ কথা বলে লাইন কেটে দেন খান টিপু সুলতান। তিনি (মাহজাবীনের বাবা) প্রশ্ন করে বলেন, ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে কনা বাথরুমে গিয়ে ফাঁস দিল কীভাবে?

তিনি আরো বলেন, মাহজাবীন এবার ৩৫ তম বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলো। এফসিপিএস ও বিসিএস পরীক্ষার প্রস্তুতিতেও কনাকে বাধা দিত সুলতানের পরিবার।

মাহজাবীনের বাবা আরো বলেন, যদি আমার মেয়ে আত্মহত্যাই করে থাকে তাহলে টিপু সুলতান কেন পরিবারের অন্য সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি টিপু সুলতানকে গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে মাহজাবীনের হত্যার সঠিক বিচারেরও দাবি জানান তিনি।

এদিকে ডা. মাহজাবীন হত্যা মামলায় তার (মাহজাবীন) স্বামী হুমায়ুন সুলতানকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

অন্যদিকে এ মামলার অন্যতম আসামি খান টিপু সুলতান ও স্ত্রী ডা. জেসমিন আরাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার খান টিপু সুলতানের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আনোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

নিহত মাহজাবীনের বাড়ি যশোর জেলা সদরের বিমানবন্দর সড়ক এলাকায়। নিহত মাহজাবীনের পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলাম। তার মা ডা. কাজী শাহানা পারভীন। তিনি প্রায় দুই বছর আগে মারা যান। দুই ভাই বোনের মধ্যে শামারুখ মাহজাবীন ছোট।

উল্লেখ্য, মাহজাবীনের অস্বাভাবিক মৃত্যুর পর তার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও তার ছেলে হুমায়ুন সুলতানকে (মা স্বামী) আসামি করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।