মৌলভীবাজার: বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে আর আওয়ামী লীগ করে গুম-খুনের রাজনীতি। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বিকেল ৫টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল বিএনপি, তারা আমাকে মিছিল-মিটিং করতে দেয়নি। আমার ১৪৫টি মিটিংয়ে ১৪৪ধারা জারি করেছিল। আমাকে ও আমার নেতাকর্মীদের জেলে পাঠিয়েছে, এমনকি আমার ছেলের জীবন নষ্ট করেছে।
তিনি বলেন, এখন বাংলার মানুষ জেগে উঠেছে। প্রতিহিংসার রাজনীতি এখন মানুষ চায় না।
এরশাদ বলেন, এই সরকারের আমলে গত ৮ মাসে ১৬৫হত্যা ও ৩২০টি গুম হয়েছে। কিন্তু লাশ পাওয়া গেছে ২০টি। বাকিগুলো পাওয়া যায়নি।
আমার সরকারের আমলে হত্যা-গুম-সন্ত্রাসের রাজনীতি করি নাই উল্লেখ করে তিনি বলেন, আমি সিলেটবাসীর কাছে ভালবাসা ও দোয়া নিতে এসেছি।
এ সময় আগামী নির্বাচনের জন্য সবার কাছে ভোট চান এরশাদ।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ শাহাবউদ্দিন আহমদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়ম সদস্য এম এ হান্নান এমপি, প্রেসিডিয়ম সদস্য তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য জিয়াউল হক মৃধা এমপি, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব, এহিয়া চৌধুরী, পীর হাবিবুর রহমান মিসবাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান