কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বিএনপি নেতা ও পৌর প্যানেল মেয়র আরিফুল ইসলামের বাড়ির কাজের মেয়ে শিমুল হত্যা মামলার ৪ নম্বর আসামি দাউদ পারভেজ (৪৮) কে পিটিয়ে খুন করা হয়েছে।
রোববার সকাল ৯টায় ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ সংগলœ এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
পারভেজ উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া গ্রামে সিরাজুল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন সানবিম কিন্ডারগার্ডেনের সামনে অজ্ঞাত ৭ থেকে ৮ জনের একটি দল দাউদ পারভেজকে অতর্কিত হামলা করলে ঘটনাস্থলেই সে মাটিয়ে লুটিয়ে পড়ে।
মুমূর্ষু অবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর প্যানেল মেয়র আরিফুল ইসলাম এর বাড়ির কাজের মেয়ে শিমুল বেগমের রহস্যজনক মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে প্যানেল মেয়র আরিফ, দাউদ পারভেজসহ ৭ জনকে আসামি করে ২৮ অক্টোবর কিশোরগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত পারভেজ ওই মামলার আসামি ছিল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান