গাজীপুর : গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দুর্বাটি কামিল মাদরাসায় জেডিসি পরীক্ষার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। এছাড়া একই কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীসহ দুই শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, দুর্বাটি কামিল মাদরাসা কেন্দ্রে জেডিসি গণিত পরীক্ষা চলাকালে নরুন দাখিল মাদরাসার গণিতের শিক্ষক হাদিউর রহমান (৪০) নিজেকে ওই মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক পরিচয় দিয়ে ওই কেন্দ্রের চার নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব নেন। পরে অতিরিক্ত উত্তরপত্রে গণিত প্রশ্নের সমাধান করে পরীক্ষার্থীদেরকে সরবরাহ করার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার কাছে ধরা পড়েন। পরে তাকে কক্ষ থেকে আটক করা হয়। সময় না থাকায় তাকে রোববার কারাগারে না পাঠিয়ে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।
আদালতের বিচারক ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, পরীক্ষার হলে নিজের পরিচয় গোপন রেখে অতিরিক্ত উত্তরপত্রে নকল সরবরাহের অপরাধে হাদিউর রহমানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৯ ধারা মোতাবেক ২ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এছাড়া একই কেন্দ্রে পরীক্ষায় পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সুযোগ করে দেয়ার অভিযোগে স্থানীয় ব্রাহ্মণ গাঁও দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. সাফায়েত উল্লাহ ও সালদিয়া মাদরাসার শিক্ষক মো. আলমগীর হোসেনসহ দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।