চাঁদপুর : বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এদেশে একা একা আন্দোলন করে কোনো সরকারের পতন ঘটানো যায় না।
তিনি বলেন, যত হুমকি ধামকি দেয়া হোক না কেন, কোনো কাজই হবে না। তাই আতংঙ্কের কোনো কারণ নেই।
রোববার চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া একা যে আন্দোলনের কথা বলেছেন তার অর্থ হচ্ছে তার দলে কোনো লোক তার সঙ্গে নেই। একা তার পক্ষে আন্দোলন করা সম্ভব নয়। তার সাথে জনগণ নেই।
এ সময় তিনি ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে হাসপাতালের পরিচালনা পর্ষদ, সদস্য, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হাসপাতালের সাধারণ সম্পাদক প্রবীণ চিকিৎসক এম.এ.গফুর, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম প্রমুখ।
চাঁদপুর ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে সমিতির আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
এর পরেই মন্ত্রী চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার মাসিক আইন শৃংঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান