ঢাকা : ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সোমবার ঢাকায় আসছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার ও মঙ্গলবার তারা বাংলাদেশে অবস্থান। এনআইএ’র মহাপরিচালক শারদ কুমার দলটির নেতৃত্ব দেবেন। রোববার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, গোয়েন্দা প্রতিনিধি দলটি বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে বৈঠক করবেন। এর আগে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে এ সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার পঙ্কজ শরণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে গত ২ অক্টোবর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাকিল আহমেদ ও সুবহান মন্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে একজন আহত হন। এনআইএর প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, এই তিনজনই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির সদস্য। এ বিষয়টি খতিয়ে দেখতেই এনআইএ প্রতিনিধি দলের এই ঢাকা মিশন।
এ মিশনে তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্ট দপ্তর প্রধান, পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গেও বৈঠক করবেন তারা। এ ছাড়া বাংলাদেশে জামায়াতুল মুজাহিদীন বা এ ধরণের জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম, দেশে-বিদেশে এগুলোর নেটওয়ার্ক এবং এর অর্থায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কাছে তথ্য চাইবে ভারত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান