বেরোবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম শফিউল ইসলাম লিলনের হত্যাকারীদের শাস্তির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ।
রোববার সকাল ১১ টায় শুরু হওয়া এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এমন ন্যাক্কারজনক ও ঘৃণ্য হামলা চালিয়ে একজন শিক্ষকের প্রাণ নাশ আমাদের ব্যথিত করার সঙ্গে সঙ্গে আতঙ্কিত করেছে। স্বাধীন সার্বভৌম দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
এছাড়াও সাংবাদিকতা বিভাগেও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি একাডেমিক ভবন-৪ থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার দুর্বৃত্তদের হামলায় রাবি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম শফিউল ইসলাম নিহত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান