ঢাকা : অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা শরিফুল ইসলাম এবং তার আত্মীয়সহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ কোটি ৩১ লাখ টাকার অর্থ আত্মসাতের অভিযোগে এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণোদ কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফুল ইসলাম তার আত্মীয়-স্বজনদের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী দেখিয়ে এ অর্থ আত্মসাত করেন বলে অভিযোগ উঠেছে।
এর আগে এ অভিযোগে ১৭ আগস্ট ২০১৪ সালে রমনা মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
যাদের নামে চার্জশিট দেয়া হয়েছে তারা হলেন, মো. শরিফুল ইসলাম এস এ এস সুপার (সাময়িক বরখাস্ত) সিএও অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়, মো. সাদেকুল ইসলাম সত্ত্বাধিকারী মেসার্স সিয়াম গ্রুপ কেয়ার, মো. তানভীর সরকার, মোসাম্মদ খাদিজা দিনা, মো. ফিরোজ কবীর, মো. মুরাদ মোর্শেদ, মোসাম্মদ সুফিয়া সরকার।