বগুড়া : বগুড়ার পল্লীতে গ্রাম্য মাতব্বরদের মারপিটে এক গৃহবধূর গর্ভপাতের ঘটনা ঘটেছে।
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দোপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় মামলা দায়েরের পর ওই গৃহবধূর শ্বাশুড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার ভাটরা ইউনিয়নের দোপুকুরিয়া গ্রামের বাবু মিয়ার (২৮) সাথে চার বছর পূর্বে একই ইউনিয়নের ফিচকা গ্রামের আম্বিয়া খাতুনের (২২) বিয়ে হয়।
বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদেরা বিভিন্ন সময়ে পরকীয়া সম্পর্কের অভিযোগ এনে নির্যাতন করতো আম্বিয়া খাতুনকে।
গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে গ্রাম্য মাতব্বররা সালিশি বৈঠক বসায়।
এরপর গর্ভবতী গৃহবধূ আম্বিয়াকে বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ১২ নভেম্বর আম্বিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আম্বিয়ার অবস্থার আরো অবনতি ঘটলে পরদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর সেখানেই মৃত সন্তান প্রসব করেন আম্বিয়া।
এ ঘটনায় শনিবার রাতে আম্বিয়ার পিতা লুৎফর রহমান বাদী হয়ে তার শাশুড়ি ও গ্রাম্য মাতব্বরসহ ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন।
এসআই আকিব ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে শাশুড়ি জাহানারা বেগম (৫০), ননদ আনার কলি (৩৫), গ্রাম্য মাতব্বর আব্দুল জলিল (৫২) ও আফসার আলী (৫০)কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান