পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে ১৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বছর বিশ্ববিদ্যালয়ে মোট ৬১৭ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১১, ৫৫৫ জন শিক্ষার্থী।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা’র কমিটির আহ্বায়ক এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা’র কমিটির সূত্রে জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবষের্র ভর্তির রেজিস্ট্রেশন গত ০১ সেপ্টেম্বর শুরু হয়ে চলে গত ১৫ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। এ বছর আটটি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৪৬৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫১৭৭টি। এছাড়া ‘বি’ ইউনিটে ব্যাচেলর অফ বিজনেজ ম্যানেজমেন্ট অনুষদে (বিবিএ) ৮৩টি আসনের বিপরীতে গড়ে ৩৫ জন করে মোট ২৯১৪টি আবেদন জমা পড়েছে। এছাড়া ‘সি’ ইউনিটে (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ) আসন প্রতি সবচেয়ে বেশি আবেদন পড়েছে।
সূত্র মতে, এই ইউনিটে ৬৬টি আসনের মধ্যে প্রতিটি আসনের বিপরীতে ৫২ জন করে মোট ৩৪৬৪ জন আবেদন করেছে।
জানা যায়, গত ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান