বাংলার খবর২৪.কম জাবি : টানা ২৪ দিন ঈদ উল ফিতরের ছুটি শেষে আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্লাস শুরু হয়েছে। ক্যাম্পাসে ফিরে এসেছে আগের প্রাণচঞ্চলতা।
এর আগে ১৫ জুলাই থেকে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। ২২ জুলাই থেকে ৭ আগষ্ট পর্যন্ত আবাসিক হলগুলিও বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, র্যাগ দেওয়ার অভিযোগে তিন ছাত্রীকে আজীবন বহিষ্কারকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হতে পারে জাবি ক্যাম্পাস। তিন ছাত্রীর শাস্তি কমানোর দাবিতে আজ ৪২তম ব্যাচের শিক্ষার্থীরা এক সভার আহ্বান করেছে। ওই সভায় আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা শীর্ষ নিউজকে নিশ্চিত করেছে।
অন্যদিকে তিন ছাত্রীকে আজীবন বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে জাবি শাখা ছাত্র ইউনিয়ন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান