মুন্সীগঞ্জ : বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেছেন- একাত্তরে কোন সামরিক অফিসারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়নি। সারা পৃথিবী জানে বাংলার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা এর দ্বিমত করছেন তারা দেশের পরাজিত শক্তি।
শনিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে-যারা দ্বিমত পোষণ করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে সেই পরাজিত শক্তির উদ্দেশ্য হাসিল হবে না। মুন্সীগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাশ, সিনিয়র জেলা ও দায়রা জজ এম আতোয়ার রহমান, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান প্রমুখ।