চট্টগ্রাম : আগামীকাল রোববার বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুরী।
তিনি বলেন, এক মাস আগে আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু আমাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এ ঘটনায় রোববার সর্বাত্মক ট্রাক, কনটেইনার মুভার, বাস, অটোরিকশা, টেম্পু, হিউম্যান হলারসহ সব ধরনের যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে।
তবে ব্যক্তিগত গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান