সাভার : সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপের ভেতর থেকে একটি আইডি কার্ডসহ মানুষের শরীরের হাড় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার দিকে পথশিশুরা লোহা কুড়াতে গিয়ে হাড়গুলোর সন্ধান পায়।
সাভার মডেল থানার উপ পরিদর্শক সামচ্ছুজ্জামান বলেন, আইডি কার্ড ও হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে আইডি কার্ডটির অধিকাংশ লেখা মুছে যাওয়ায় তার নাম জুয়েল হবে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় ও একাধিক পথশিশুরা জানায়, শনিবার বিকেলের দিকে কয়েকজন শিশু রানা প্লাজার পেছনে রাখা ধ্বংসস্তুপের কাছে লোহা কুড়াতে যায়। এসময় ধ্বংসস্তুপের ভেতরে মানুষের শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পেয়ে হাড়গুলো একত্রে জড়ো করতে থাকে। এসময় তারা একটি আইডি কার্ডও খুঁজে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।