ঢাকা : বিএনপিকে রাজাকারদের দল বলায় সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি রাজাকারদের দল নয়। বিএনপি স্বাধীনতা ঘোষকের দল। তিনি বলেন, বরং স্বৈরাচারের সঙ্গে জোট করে আওয়ামী লীগই স্বৈরাচারের দলে পরিণত হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার পরে যেমন বাকশাল করার চেষ্টা করেছিলো, ঠিক তেমনি এখন গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হচ্ছে। কিন্তু দেশের জনগণ তা কোনোভাবেই হতে দেবে না। যারা ঊনসত্তরে গণআন্দোলন করেছে, সত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, নব্বইয়ে স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছে, তারা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দেবে।
এসময় আগামী দিনের আন্দোলন সংগ্রামে শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পরার আহ্বান জানান তিনি।
শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান