নীলফামারী : থানায় বা আদালতে কোনো মামলা মোকাদ্দমা না থাকলেও নীলফামারীর ডিমলায় এক সাংবাদিকের বাড়িতে একাধিকবার পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত ‘দৈনিক যুগের আলো’ পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সানুর জেলার ডিমলা উপজেলার নাউতারা গ্রামের বাড়িতে দু’দফা পুলিশি অভিযানের কারণে গ্রেফতার আতঙ্কে সাংবাদিক পরিবারটি এখন পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে সাংবাদিক সানু জানান, এলাকার সাদেক আলীর সঙ্গে তার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো পক্ষই থানায় বা আদালতে মামলা মোকদ্দমা করেনি। এছাড়া তাদের পরিবারের কারো নামে কোনো মামলা নেই। এরপরেও অজ্ঞাত কারণে ডিমলা থানার এসআই তাজুল ইসলামের নেতৃত্বে ৩০ অক্টোবর গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে আমাকে এবং আমার পিতার খোঁজ করা হয়। এসময় আমরা বাড়িতে ছিলাম না।
এরপর ১০ নভেম্বর রাতে আবারও আমার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
কি কারণে সাংবাদিকের বাড়িতে পুলিশি অভিযান এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে পুলিশ নির্দ্দিষ্ট কোনো কারণ জানাতে না পারলেও বলা হয় উপরের নির্দেশে অভিযান চালানো হয়েছে।
সানু আরো জানান, প্রতিপক্ষ সাদেক আলী ও তার লোকজন কিছু দিন ধরে আমাকে ও আমার পিতাকে জামায়াত শিবির বানিয়ে পুলিশে ধরিয়ে দেবেন বলে প্রচারণা চালিয়ে আসছেন। এছাড়া তারা আমাদের বাড়িঘর ভাঙচুর ও মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন। এদের ইশারায় হয়তো থানা পুলিশ এ কাজ করছেন বলে আমার পরিবারের ধারণা।
এ ব্যাপারে ডিমলা থানার ওসি শওকত আলী জানান, এ বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে থানায় আসতে হবে।