ঢাকা : রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দুই সহোদরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে দারুস সালাম থানাধীন টোলারবাগ এলাকার নিজ বাসা থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃত সহোদররা হলেন- ওমর ফারুক ও ফিরোজ।
অপহৃতদের বাবা হাকিম আলীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে ৫-৭ জন লোক তাদের বাসায় ঢুকে ডিবি পরিচয় দেয়। পরে তারা ফারুক ও ফিরোজের খোঁজ করে। এ সময় তাদেরকে বাসা থেকে ডিবিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় তারা। তবে কেন ডিবিতে নিয়ে যাওয়া হচ্ছে তার কোনো উত্তর দেয়নি তারা।
অপহৃতদের বাবা হাকিম আলী শুক্রবার সকালে ডিবি কার্যালয়ে গিয়ে তার ছেলেদের খোঁজ করলে তাদের কোনো খোঁজ দিতে পারেনি ডিবির কর্মকর্তারা। এদিকে, সারাদিন ডিবিতে ছেলেদের কোনো হদিস না পেয়ে রাতে দারুস সালাম থানায় একটি জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, হাকিম আলীর অভিযোগ ডিবি পরিচয় দিয়ে তার ছেলেদেরকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা। তিনি ছেলেদের উদ্ধারের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
দারুস সালাম থানার ওসির সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি কিছু জানে না বলে জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান