কুড়িগ্রাম : কুড়িগ্রামে কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের ব্যানারে তাদের একটি বিক্ষোভ মিছিল জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অনশন কর্মসূচিতে অংশ নেয়।
বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচি থেকে জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন অভিযোগ করে বলেন, গত ৮ নভেম্বর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হলেও সেদিন নতুন কমিটি ঘোষণা না করে কাউন্সিল অধিবেশন ছেড়ে চলে যান কেন্দ্রীয় নেতারা।
এর পরদিন কেন্দ্র থেকে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে কাউসিন্সলরদের ভোটে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান