নোয়াখালী : নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মী, সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এতে নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, সম্মেলন চলাকালে শনিবার দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীতে ও সম্মেলন স্থল জেলা স্কুল মাঠে আধিপত্য বিস্তার নিয়ে জেলা আ.লীগের বর্তমান সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়। এ সময় নোয়াখালী সদর থানার সামনে কিরণ সমর্থকরা একরাম চৌধুরী কয়েকটি বিলবোর্ড ভেঙে ফেলে। এ ঘটনা ছড়িয়ে পড়লে জেলাব্যাপী উত্তেজনা দেখা দেয়। একই সময় বেগমগঞ্জের চৌরাস্তা ও চৌমুহনীতে একরাম ও কিরণ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কিরণ সমর্থকরা চৌরাস্তায় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জালিয়ে আগুন দেয়। এ নিয়ে জেলা শহর মাইজদী, চৌমুহনী ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর থেকে নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
অপরদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী ট্রেন, বাস, ট্রাকে করে সম্মেলনস্থল জেলা স্কুল মাঠে জড়ো হয়। সেখান অন্যান্য প্রার্থীর কর্মী সমর্থক না থাকলেও সাধারণ সম্পাদক প্রার্থী একরাম চৌধুরী ও মামুনুর রশিদ কিরণের কর্মী সমর্থক বেশি।
এ ব্যাপারে জানতে নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরিফের সঙ্গে আলাপ করতে মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।