উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে মুক্তি পেয়েছে রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর গ্রামের স্কুলছাত্রী সানজিদা আকতার লিজা।
বিয়ের আয়োজন চলাকালে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়।
এলাকাবাসী জানান, চারঘাট উপজেলার হাবিবপুর গ্রামের হাবলু তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সানজিদা আখতার লিজার বিয়ে ঠিক করেন পাশের বাঘা উপজেলার ইয়াছিন আলীর সঙ্গে। শুক্রবার বিয়ের নির্ধারিত দিন ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হলেও তাতে মত ছিল না লিজার। তারপরও জোর করে বাবা-মা বিয়ের আয়োজন করেন।
অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, স্থানীয় বেসরকারি সংস্থা থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগমসহ স্থানীয়রা বিয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা বাল্যবিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান