ঢাকা : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা শনিবার থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ১৭ নভেম্বর সোমবার পর্যন্ত এ আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। উল্লেখিত দিনে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নগদ ২৫ হাজার টাকার বিনিময়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
এছাড়া আগামী ১৭ নভেম্বর বিকেল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। ওইদিন সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান