ঢাকা: অনেকটা হুট করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন জুবায়ের হোসেন লিখন। এরপর ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই পাঁচ উইকেট লাভের দুর্লভ কৃতীত্ব গড়লেন জামালপুরের তরুণ এই স্পিনার।
তবে জাতীয় দলে খেলার সুযোগ পেলে ভালো পারফর্ম দেখাতে পারবেন, এমন আত্মবিশ্বাস আগে থেকেই ছিলো এই তরুণের। আর এমনটিই জানালেন তিনি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে জুবায়ের বলেন, ‘আমার আগে থেকেই আত্মবিশ্বাস ছিল যে ভালো কিছু করব। আজকে (শুক্রবার) সুযোগ পেয়েছি এবং সেটা কাজে লাগাতে পেরেছি বলে খুব ভালো লাগছে’।
ইনিংসে পাঁচ উইকেট পেলেও উইকেট একদশই বোলিং সহায়ক ছিলোনা। এমনটি মনে করছেন জুবায়ের।
তিনি বলেন, ‘উইকেট আসলে বোলারদের জন্য সহজ নয়। উইকেটটা ব্যাটসম্যানদের জন্যই। আমাদের পরিকল্পনা ছিল ধৈর্য্য ধরে একটা জায়গায় বোলিং করে যাব। আর এতেই আমি সফল হয়েছি’।
প্রথম ইনিংসে স্বাগতিকদের জন্য বড় বাধা হয়ে দাড়ানো সিকান্দার রাজা ও এল্টন চিগুম্বুড়ার সাথে জুবায়ের শিকার করেছেন মহাগুরুত্বপূর্ণ অধিনায়ক টেলরের উইকেটটিও। তবে এদের মধ্যে সিকান্দার রাজার উইকেটটিই এগিয়ে রাখছেন তিনি।
জুবায়ের বলেন, ‘আগের টেস্টে ব্রেন্ডন টেলর আমার বলে একই শটস খেলে আউট হয়েছে। আমার চেষ্টা ছিল ওই বলটাই করার। ওকে (টেলর) একটু ফ্লাইট দিলে ও (টেলর) সামনে খেলতে চায়। এই পরিকল্পনাটাই ছিল আমার। চিগুম্বুরা একটু ড্রাইভটা বেশি খেলে। আমার পরিকল্পনা ছিল ড্রাইভেই ওকে (চিগুম্বুরা) আটকানোর। আর সিকান্দার রাজার ওই বলটা আমার একটু বেশি টার্ন করেছে। বলটা আমি স্লাইডান করেছিলাম। এদের মধ্যে আমি সিকান্দার রাজার উইকেটাকেই সেরা বলব। কারণ ও (রাজা) অনেক ভাল ব্যাটসম্যান’।