বাংলার খবর২৪.কম, রাবি: ছাত্রলীগ নেতার এক মেয়ে বন্ধুকে ফোন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ওই শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ সজিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ও হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
আহত সজিব বিশ্ববিদ্যালয় চিকিৎসা মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সজিবের কয়েকজন সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহ্রাওয়ার্দী হলের সামনে একটি দোকানে বসে সজিব তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেলেন।
এসময় হঠাৎ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুলাহ্ আল গালিবের নেতৃত্বে ৫-৬ জন কর্মী সজিবকে মারধর করেন। এরপর তারা সজিবকে তার আবাসিক হল থেকে বের করে দেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
গালিবের এক মেয়ে বন্ধুকে সজিব মিস কল দিয়েছিল বলে তাকে মারধর করা হয়েছে বলে জানায় সজিবের সহপাঠীরা।
অভিযোগ স্বীকার করে ছাত্রলীগ নেতা আব্দুলাহ্ আল গালিব বলেন, ওই ছেলে আমার এক মেয়ে বন্ধুকে নিয়মিত ফোন করে। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে আজ সাত-আটবার ফোন করেছে। তাই তাকে কান ধরিয়ে উঠ-বস করিয়ে কয়েকটা চড়-থাপ্পর মারা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, বেয়াদবি করায় এক ছোট ভাইকে গালিব দুই-একটা চড় থাপ্পর দিয়েছে। তবে বিষয়টি বড় কিছু না।