বাংলার খবর২৪.কম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস দেয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যসহ ৮ জন বরযাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে কনে পক্ষের লোকজন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় সদর উপজেলার ভিমরুল্লাহ গ্রামের সুমন বিয়ে করার জন্য ৩০-৩৫ জন বরযাত্রী নিয়ে আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের আজিজুর রহমান ওরফে পটলের বাড়িতে যায়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়ার সময় মাংস দেয়াকে কেন্দ্র করে বরযাত্রী আসলামের সঙ্গে কনে পক্ষের লোকজনের কথা কাটাকাটি হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
এরপর বিয়ের অনুষ্ঠান শেষ করে সুমন বরযাত্রীদের নিয়ে কনের বাড়ি থেকে বের হলে কনে পক্ষের লোকজন বরযাত্রী চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশ সদস্য শাহিন (২৮), সদস্য জাহাঙ্গীর (২৫), আসলাম (২০), হায়দার আলী (২২) ও হান্নানসহ (১৯) আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
এর মধ্যে আসলামের অবস্থা আশংকাজনক।
আলমডাঙ্গা থানার (ওসি) মনিরুদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পুলিশ সদস্য আহত হয়েছে কিনা আমার জানা নেই।
তবে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান