বাংলার খবর২৪.কম, ঢাকা : রাজধানীর খিলক্ষেত থানাধীন কুর্মিটোলা এলাকায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েলারি দোকানে স্বর্ণ কিনতে গিয়ে এক মহিলার সঙ্গে দোকানিদের ওজনে কম দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করলে, পুলিশ তদন্ত করতে আসলে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে বেধে পড়ে ।
স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজা নামে এক মহিলা স্থানীয় সীমা জুয়েলার্স থেকে স্বর্ণ কিনে বাসায় গিয়ে ওজনে কম দেখেন। তিনি সঙ্গে সঙ্গেই খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিকেল ৫টার দিকে ওই মহিলাকে নিয়ে সীমা জুয়েলার্সে যায়। সেখানে পুলিশ দেখে দোকানিরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশও তাদের উপর চড়াও হলে তারাও পুলিশের উপর চড়াও হয়। এতে করে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
উত্তেজিত ব্যবসায়ীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে বলেও স্থানীয় সূত্রে জানা যায় ।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজুরুল ইসলাম জানান, এক ভদ্র মহিলার কেনা স্বর্ণলঙ্কারে ওজনে কম দেয়ায় তিনি থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি তদন্ত দল ওখানে গেলে ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।
পুলিশ সংশ্লিষ্ট ব্যবসায়ীকে থানায় এনে জিঞ্জাসাবাদ করছে বলেও তিনি জানান ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান