আন্তর্জাতিক ডেস্ক,: ইরাকের উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এ হামলার খবর নিশ্চিত করেছে।
পেন্টাগন জানিয়েছে, মার্কিন ড্রোন ও নৌবাহিনীর যুদ্ধবিমান ইরবিলের কুর্দিশ শহরের কাছে আবারও হামলা চালায়। দ্বিতীয় দফায় হামলায় মার্কিন ড্রোন বিদ্রোহীদের একটি আস্তানা ধ্বংস হয়েছে। এতে একদল ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহী নিহত হয়েছেন।
সামরিক অভিযানের ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট জানিয়েছেন, পরিস্থিতির ওপর ভিত্তি করেই এ অভিযানের সময়সীমা নির্ধারণ করা হবে।
২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি ইরাকে সামরিক অভিযান চালালো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ বিবিসিকে জানিয়েছেন, ইরবিলে আইএস বিদ্রোহীদের তৎপরতা রোধই এই হামলার প্রাথমিক লক্ষ্য।
চলতি বছরের জুন মাসে শুরু হওয়া সংঘর্ষের পর ইরাকের উত্তরাঞ্চলের দখল নিয়েছে সুন্নি মুসলিমভিত্তিক সংগঠন আইএস। সিরিয়ার কিছু অঞ্চলও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান