বাংলার খবর২৪.কম, ঢাকা : জলবায়ু সমস্যা সমাধানে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, জলবায়ু সমস্যা সমাধানে পাবলিক সেক্টরের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। তবে এ বিষয়ে সরকার একটি নীতিমালা করে দিবে।
শুক্রবার দুপুরে ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়াকিং গ্রুপ বাংলাদেশ’র (ইক্যুইটি বিডি) আয়োজনে ‘জনগণের আঞ্চলিকতাবাদ: জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তায় সার্ক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দীপু মনি বলেন, উন্নত দেশগুলোর বিলাসিতার কারণে আমাদের মতো ছোট এবং উন্নয়নশীল দেশগুলোকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু, তাদের উচ্চ-বিলাসিতার কারণে আমাদের সমস্যায় পড়তে হয় তাই তাদেরকে এই সমস্যা সমাধানে সহযোগিতা করতে হবে। তবে সহযোগিতা যে পাইনি তা নয়। তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
পিপল’স সার্ক বাংলাদেশের সভাপতি ড. রশিদ-ই-মাহাবুবের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামল আকন্দ, মজিবুল হক চুন্নু প্রমূখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান