বাংলার খবর২৪.কম, নওগাঁ : নওগাঁর সাপাহার সীমান্তের অভ্যন্তরে বিএসএফের ছোঁড়া হাত বোমায় (ককটেল) দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কলুমডাঙ্গা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তে ভারতের অভ্যন্তরে চনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার কলুমডাঙ্গা গ্রামের আবু সামাদের ছেলে ইকবাল হোসেন (৩৩) ও আফজাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩০)।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৪ পত্নীতলা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল রফিক জানান, বৃহস্পতিবার রাতে ১০-১২জন বাংলাদেশি গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে শুক্রবার ভোররাতে ভারতীয় চনঘাট ক্যাম্পের বিএসএফের সদস্যরা গরু ব্যবসায়ীদের থামতে বলেন।
কিন্তু গরু ব্যবসায়ীরা না থেমে তাদের হাতে থাকা সব টর্চলাইট এক সঙ্গে বিএসএফ সদস্যদের চোখে ধরে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে আসতে শুরু করেন। বিএসএফের সদস্যরা আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে তাদের উপর কয়েকটি হাত বোমা (ককটেল) নিক্ষেপ করেন। এতে আহত ইকবাল হোসেন ও আমিনুল ইসলামসহ সবাই বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হন।
আহতদের মধ্যে ইকবাল হোসেনকে উদ্ধারের পর আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জন আমিনুল ইসলাম পালিয়ে যান। ভারতে অবৈধভাবে প্রবেশের অপরাধে সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে। আমিনুল ইসলামসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।