বাংলার খবর২৪.কম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-ডাকাত গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়।
এ ঘটনায় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। মান্নানগর-রানীরহাট আঞ্চলিক সড়কের ঘরগ্রাম বাজারের কাছে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ঘরগ্রাম এলাকায় একদল স্বশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশ প্রায় ১১ রাউন্ড সর্ট গান ও ৫ রাউন্ড পিস্তলের গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ ডাকাতদেরকে ঘেরাও করে ধরতে শুরু করলে তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ করতে থাকে।
এতে তাড়াশ থানার এস আই শামসুল ইসলাম, কনস্টেবল আব্দুল হান্নান, গুরুতর আহত হয় । এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, এস আই মির্জা মোজাহারুল ইসলাম, এস আই সোহেল রানা, এ এস আই হাফিজ আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আব্দুল হান্নানকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সেখান থেকে সার্টার গান, ৫ রাউন্ড সার্টার গানের গুলি, চাইনিজ কুড়াল, রামদাসহ ডাকাত দলের সদস্য শেরপুর উপজেলার শিমুলিয়া সাতবাড়িয়ার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৬), তাড়াশ উপজেলার ঘরগ্রামের আহাদ আলীর ছেলে আলহাজ মন্ডল (২৬), মৃত মফেল সর্র্দারের ছেলে জিয়া সর্দার (২৮), মৃত বেলায়েত হোসেনের ছেলে আবুল কালাম (৩২), সোলাইমান আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) কে আটক করে।