বাংলার খবর২৪.কম, মাদারীপুর : জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার জাজিরা গ্রামে এক প্রতিবন্ধীর বাড়ীসহ ৪ বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।
বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত জমি-জমা নিয়ে হান্নান বেপারী গ্রুপের সঙ্গে আজিজ বেপারীর বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাতে হান্নান বেপারী, চান্দু ফরাজী ও জুলহাস মৃধাকে সঙ্গে নিয়ে আজিজ বেপারীর লোকজনের সঙ্গে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে হান্নান বেপারী পেট্রোল দিয়ে আজিজ বেপারীর বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের লেলিহান শিখায় ৪টি বাড়ী-ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আজিজ বেপারী, বেলাল বেপারী ও হেলাল বেপারীর বসতঘর, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ঘটনায় আসমা বেগম, ইশাসহ অন্তত ৫ জন অগ্নিদগ্ধ হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজিজ বেপরীর ছোট ভাই আমজেদ বেপারী প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। এই ঘটনায় তাদের আর মাথা গোজার ঠাঁই থাকলো না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিঞা জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অসহায় এসব পরিবারকে আইনী সহযোগিতা করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান