বাংলার খবর২৪.কম: মালয়েশিয়া, ব্যাংককে অনেকবার গিয়েছেন অপু বিশ্বাস। তবে ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন এলাকা বালি দ্বীপটিতে কখনোই যাওয়া হয়নি তার। সম্প্রতি একটি ছবির শুটিংয়ে সেখানে যাওয়ার কথা ছিল তার। শুটিংয়ের পাশাপাশি বালি দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন এমনটাই ভাবছিলেন তিনি। এ নিয়ে ফলাও করে খবরও ছাপা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু ‘বালি’ দর্শন করা হচ্ছে না তার।
জানা গেছে, পরিচালক বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ সিনেমার শুটিং করার জন্য ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার কথা ছিলো অপু বিশ্বাসের। তবে সেখানকার তাপমাত্রা বেশি হওয়ায় বালির পরিবর্তে মালিয়েশিয়া যাচ্ছে এ শুটিং টিম।
এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন রাইজিংবিডিকে জানান, ‘আমরা যে সময়ে বালিতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম সে সময় সেখানে প্রচন্ড গরম পরে। তাই বালির পরিবর্তে মালয়েশিয়া যাচ্ছি আমরা।
তিনি জানান, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মালয়েশিয়া যাবে শুটিং ইউনিট। এ টিমে থাকবে শাকিব খান, অপু, আঁচলসহ আরো কয়েকজন তারকা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান