ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে : চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি মাঠে গড়ায়।
তৃতীয় দিনের পথচলা ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ১৬৯ রানে হ্যামিলটন মাসাকাদজাকে সাজঘরে ফেরত পাঠান পেসার শফিউল ইসলাম। ১৫১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮১ রান করে শফিউলের বলে এলবিডব্লিউর শিকার হন মাসাকাদজা। খুলনা টেস্টে শতকের দেখা পাওয়া মাসাকাদজা এই ম্যাচেও শতকের পথে হাঁটছিলেন। কিন্তু শফিউলের নিখুঁত ডেলিভারিতে পরাস্ত হন তিনি।
এদিকে, সিকান্দার রাজা ও মাসাকাদজার দ্বিতীয় উইকেট জুটির কল্যাণে ১৬০ রান যোগ হয় জিম্বাবুয়ের স্কোরশিটে। মাসকাদজার বিদায়ের পর সাজঘরের পথ বেছে নেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। মাত্র ১ রান করেই জুবায়ের হোসেন লিখনের শিকার হন তিনি।
এরপর ব্যক্তিগত ৮২ রানের মাথায় জুবায়েরের শিকার হয়ে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা। ১১১ বলে ১০টি বাউন্ডারিতে মূল্যবান ইনিংসটি সাজিয়েছেন তিনি। ম্যাচটিতে জুবায়েরের তৃতীয় শিকার হন ক্রিগ আরভিন। ব্যক্তিগত ১৪ রানের মাথায় বিদায় নেন তিনি। চাকাভা ৬৫ রানে শফিউলের বলেে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। এর আগে চিগুম্বুরার সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন চাকাভা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান। ব্যাট করছেন এলটন চিগুম্বুরা (৭৩) ও রিচমন্ড মুতুমবামি (৫)।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৩ রানে জবাবে জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১১৩ রান করে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ও ইমরুলের জোড়া শতকে ৫০৩ রান করে বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। একই সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান। তামিম ১০৯, ইমরুল ১৩০ রান করেন। এ ছাড়া সাকিব ৭১ ও রুবেল হোসেন ৪৫ রান করেন।
উল্লেখ্য, প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান