ফারুক আহম্মেদ সুজন:উদ্ধার তৎপরতা পাঁচ দিন পার হয়ে শনিবার ছয় দিনে গড়ালেও খোঁজ মেলেনি ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর। তবে শুক্রবার রাত ৩টায় ভোলার দৌলতখান থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এ পর্যন্ত ৪১ লাশের সন্ধান মেললো।
শুক্রবার উদ্ধার তৎপরতায় কান্ডারী-২, জরিপ-১০, তিস্তা, সন্ধানী, নৌ-বাহিনীর রেসকিউ বোট, পেট্রোল ক্রাফট, ফায়ার সার্ভিসের রেসকিউ বোট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বোটের যৌথ তৎপরতা ব্যর্থ হয়।
রাতেও অব্যাহতভাবে উদ্ধার তৎপরতা পরিচালনা করা হয়। রাতভর অনুসন্ধানে থাকে সন্ধানী, জরিপ-১০, তিস্তা, তুরাগ ও ববিথ নামে উদ্ধারকারী পাঁটি জাহাজ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান মাওয়া ঘাটের ডাক-বাংলোতে সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধার কাজ চলবে এবং আরো বিস্তৃত এলাকা জুড়ে এ উদ্ধার কাজ চালানো হবে।
শনিবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছেন ডুবে যাওয়া লঞ্চের ১২৬ জন যাত্রী।