বাংলার খবর২৪.কম ডেস্ক, গাজা: ইহুদিবাদী ইসরাইলকে নয়া বিস্ফোরণের হুমকি দিয়েছে হামাস। ইসলামি প্রতিরোধ আন্দোলনটি তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছে, গাজা উপত্যকার ওপর অবিরোধ চালিয়ে গেলে আবার ইসরাইল অভিমুখে হামলা শুরু হবে।
হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা গাজায় বলেছেন, “আমরা সব পক্ষকে জানাতে চাই: গাজার ওপর অবরোধ এবং এ উপত্যকার পুনর্গঠনের পথের প্রতিবন্ধকতাগুলো দূর করা না হলে নতুন বিস্ফোরণ ঘটানো হবে।” গাজার রাফাহ শহরে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি উচ্চরণ করা হয়। সমাবেশে অন্তত দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন।
গাজায় সাম্প্রতিক ৫০ দিনের যুদ্ধে গাজার সামরিক শাখার শহীদ কমান্ডার ও যোদ্ধাদের স্মরণে এ সমাবেশ ডাকা হয়েছিল। আবু ওবেইদা বলেন, “যদি গাজা উপত্যকার পুনর্গঠন শুরু করা না যায় তাহলে যে বিস্ফোরণ ঘটবে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে ইহুদিবাদী ইসরাইল। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি।”
ইহুদিবাদী ইসরাইল ২০০৭ সাল থেকে গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। পাশপাশি মিশর সরকারও গাজার সঙ্গে তার একমাত্র ক্রসিং পয়েন্ট রাফা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় ১৭ লাখ জনসংখ্যা অধ্যুষিত গাজা উপত্যকা বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারগারে পরিণত হয়েছে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ না থাকায় খাদ্য ও পরিধেয় বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাবে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী।
গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গাজা যুদ্ধের জের ধরে এ উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় তেল আবিব। কায়রোয় মিশরের মধ্যস্থতায় এক লিখিত চুক্তিতে ইহুদিবাদী ইসরাইল এ প্রতিশ্রুতি দেয় এবং প্রাথমিকভাবে দু’টি ক্রসিং পয়েন্ট খুলেও দেয় মানবতাবিরোধী এ সরকার। কিন্তু সম্প্রতি আবার তা বন্ধ করে দিয়ে দখলদার এ শক্তি গাজা উপত্যকাকে আবার ২০০৭ সাল পরবর্তী অবস্থায় নিয়ে গেছে।–আইআরআইবি।