বাংলার খবর২৪.কম, ঢাকা : অর্থনীতিতে বিশেষ করে দরিদ্র্য মানুষের অর্থনৈতিক কল্যাণে অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ভূষিত হলেন গুসি পিস পুরস্কারে। একই সময়ে তাকে গরীবের অর্থনীতিবিদ হিসাবে সম্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। বৃহস্পতিবার এ পুরস্কারটি ঘোষণা করে গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন নামে ফিলিপাইনের একটি প্রতিষ্ঠান।
অর্থনীতি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার ঘোষণা করে। এ বছর প্রতিষ্ঠানটি ‘গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল ২০১৪’ পদকে ভূষিত করেছে ড. আতিউর রহমানকে। আগামী ২৬ নভেম্বর ফিলপাইনের ম্যানিলায় তাকে এ পুরস্কার প্রদান করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এসময় বিশ্বের ১৪ টি দেশ-অস্ট্রিয়া, চীন, কঙ্গো, জার্মানি, ভারত, ইরান, ইটালি, জাপান, লিথুনিয়া, নেপাল, নেদারল্যান্ড, ফিলিপিন, পোল্যান্ড এবং সৌদিআরবসহ মোট ১৪ জন ব্যক্তিকে শান্তি ও কল্যাণে দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য এ পদকে ভূষিত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।।
প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয় কোন বাংলাদেশী এ পুরস্কার পেল। এর আগে ২০১৩ সালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডিওআরপি) এর প্রতিষ্ঠাতা এবং মহাসচিব এ এইচ এম নুমান দারিদ্র্য দূরীকরণ ও মানব উন্নয়নের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান।