বাংলার খবর২৪.কম, ঢাকা : আমাদের ব্যাংকিং খাত অন্যান্য দেশের চেয়ে শক্তিশালী ও উন্নত। তবে এই খাত উন্নত হলেও লোভ করার কারণেই এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে এফবিসিসিআই ভবনে বিসিএস ফরেন ক্যাডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আকরাম বলেন, যেখানে লাখ টাকার লেনদেন হয় সেখানে দুই এক জন মানুষের টাকা দেখে লোভ লাগতেই পারে। সেই লোভের কারণেই দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
দেশে বিনিয়োগ বাড়াতে তিনি বলেন, আমাদের দেশে অবকাঠামো উন্নয়ন যত বেশি হবে, ততবেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়বে। বিদেশিরা বাংলাদেশের সিরামিক, চামড়া, ডায়মন্ড কাটা ফ্যাক্টরি, সাইকেল ফ্যাক্টরি খাতে বিনিয়োগে আগ্রহী। ইতিমধ্যেই চীন, জাপান ও মিলান সরকারের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছে।
এ সময়ে মতবিনিময় অনুষ্ঠানে এফবিসিসিআই সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ সংগঠনটির পরিচালক ও বিসিএস ফরেন ক্যাডাররা উপস্থিত ছিলেন।